সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ঝড় তুলেছে। ভক্তদের উচ্ছ্বাস প্রমাণ করছে—‘কিং অব পপ’-এর প্রতি ভালোবাসা এখনও অম্লান।
অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এটি প্রায় পাঁচ লাখ ভিউ ছুঁয়েছে ইউটিউবে। ভক্তদের মতে, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর একটি।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘মাইকেল’ শুধু একজন শিল্পীর সাফল্যের গল্প নয়; এটি তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার ও মানসিক যাত্রার প্রতিচ্ছবি। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে এসেছে।
সবচেয়ে বড় চমক হলো—এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং মঞ্চের পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, “রক্তও কথা বলে।” জাফারের দেহভঙ্গি, পোশাক ও স্টেপে যেন জীবন্ত হয়ে উঠেছে মাইকেল জ্যাকসন নিজেই।
টিজারের শুরুটাও নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন এক মাইকেল, তারপর ভেসে আসে কুইন্সি জোন্সের কণ্ঠ—“আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো...”
এরপর দৃশ্যগুলো দ্রুত বদলে যায়—রিল টেপ ঘোরা, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানলিস্ট (Billie Jean, Beat It, Thriller), উচ্ছ্বসিত দর্শক, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চ—সব মিলিয়ে টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক।
শেষ দৃশ্যে জাফারকে দেখা যায় ‘থ্রিলার’-এর আইকনিক লাল জ্যাকেটে, জম্বিদের সঙ্গে নাচছেন, আর মঞ্চে সিগনেচার স্টেপে মাতাচ্ছেন দর্শক। কুইন্সির শেষ সংলাপ—“ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু!”
বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। ভক্তদের মতে, এটি শুধুই একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তির নতুন করে পুনর্জন্ম।
বিডি প্রতিদিন/আশিক