বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় গৌরব ও সার্বভৌমত্বের প্রতীক। এ বাহিনীকে সব ধরনের রাজনৈতিক বিতর্ক ও বিভাজনের ঊর্ধ্বে রাখতে হবে। তারা দেশের স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে অটল থাকবে এটাই আমাদের প্রত্যাশা। গতকালরাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী যুবসেনার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবসেনা সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার। সাধারণ সম্পাদক মাওলানা আবু নাসের মূসা ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, কেন্দ্রীয় নেতা এম আবু নাসের তালুকদার প্রমুখ।
এম এ মতিন আরও বলেন, জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে কিছু রাজনৈতিক দল ও মহল ততই তা বানচাল করার চেষ্টা চালাচ্ছে। তারা নানা ইস্যুকে সামনে এনে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।