বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার নশরৎপুরের দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, কয়েক দিন আগে বিড়ালের গলা কেটে হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদ জানায় ‘বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। গত বুধবার আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দেন অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন। এরই প্রেক্ষিতে বুলবুলিকে আটক করা হয়। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাস- এই চেতনাকে ধারণ করে সব মানুষকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেষ্ট হতে হবে। আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিড়াল হত্যার ঘটনায় আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে।’