নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের পাশে পরিত্যক্ত মাছের আড়তে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। গতকাল লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে পরিত্যক্ত মাছের আড়তে একজনের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। তার শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ছিল। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, নিহতের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। তার পরিচয় জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।