টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কোয়েল মল্লিক। কাজ ও সংসার নিয়েই ডুবে থাকেন তিনি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। জানালেন কীভাবে বন্ধন অটুট রাখতে হয়।
কোয়েল বলেন, সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়। এরকম নয় যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।’
চাইলেই সম্পর্ক বদলে ফেলা যায় না উল্লেখ করে অভিনেত্রী বলেন, জামাকাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি—সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। হয়তো আমি একটু পুরোনো ধাঁচের, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।
প্রসঙ্গত, ভালোবেসে প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। তাদের দাম্পত্যজীবনের এক যুগ হলে চলল। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখেই কাটছে এ তারকা দম্পতির সংসার।
বিডি প্রতিদিন/কেএইচটি