ব্রাজিল, আর্জেন্টিনার নাম শুনলেই বাংলাদেশের মানুষের মনে উত্তেজনা তৈরি হয়। পাড়া-মহল্লায় এখনো দুই দলের জার্সি গায়ে মাঠে নেমে পড়ে মানুষ। ফুটবলীয় উন্মাদনায় ভুলিয়ে দেয় জীবনের সব বেদনা। বাংলাদেশে একবার আর্জেন্টিনার জাতীয় দল খেলেছিল। ২০১১ সালে লিওনেল মেসিরা এসেছিলেন ঢাকায়। খেলেছিলেন জাতীয় স্টেডিয়ামে। সেবার পুরো দেশ মেসিদের নিয়ে মেতে উঠেছিল। আরও একবার আর্জেন্টিনা ও ব্রাজিলের দলের দেখা মিলবে। এবার অবশ্য জাতীয় দল নয়। ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাব অনূর্ধ্ব-২০ লেভেলের দল পাঠাবে। আগামী মাসেই (৫-১১ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে মোট তিন দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাতিন-বাংলা সুপার কাপ। এ প্রতিযোগিতা উপলক্ষে ঢাকায় আসবেন ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু। তিনি ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় পা রাখবেন। পাশাপাশি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার বাতিস্তুতা, কানেজিয়া ও ভেরনের মধ্যে যে কোনো একজন আসতে পারেন। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের এমডি আসাদুজ্জামান। এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে এ ত্রিদেশীয় লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশে বিশ্বজয়ী তারকা ফুটবলারদের আগমনের ঘটনা কম নয়। আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন। রোনালদিনহো এসেছিলেন। এর আগেও অনেকে এসেছেন। তবে প্রতিবারই ব্যবস্থাপনা নিয়ে থাকে নানা সমস্যা। এবারেও কি তাই হবে? এমন প্রশ্নের উত্তরে আয়োজকদের পক্ষ থেকে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করার অঙ্গীকার করা হয়েছে। আয়োজনের সবকিছুই দেখবে এএফবি। তবে মাঠ দেবে বাফুফে। পাশাপাশি টেকনিক্যাল সহযোগিতাও দেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন বলেন, ‘বাংলাদেশের দলটি তৈরি করবে বাফুফে। আমাদের অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ফুটবলারদের মধ্য থেকে বাছাই করে আমরা দল করব।’ আর্জেন্টিনা থেকে অ্যাটলেটিকো শার্লন এবং ব্রাজিল থেকে সাও বার্নার্ডো ক্লাব অনূর্ধ্ব-২০ লেভেলের দল নিয়ে আসবে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলা ফুটবলারও থাকবেন এ দলে। ২ ডিসেম্বর ব্রাজিলের দলটির আসার কথা রয়েছে। আর্জেন্টিনার ক্লাবটি আসবে আরও কয়েক দিন পর। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে লড়াই। শেষ হবে ১১ ডিসেম্বর। এখনো এ ম্যাচগুলোর টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই এ ব্যাপারে সবকিছু জানাবে এএফবি।
বাংলাদেশে আসা নিয়ে এক ভিডিও বার্তায় কাফু বলেছেন, ‘বাংলাদেশ, আমরা ঢাকায় আসছি সামনের মাসে। দেখা হবে।’ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দুটির পক্ষ থেকেও তাদের প্রতিনিধিরা ভিডিও বার্তায় ঢাকায় আসার ব্যাপারে জানিয়েছেন।