বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী রাধিকা আপ্তে। অথচ একটা সময় নাকি মোটা বলে ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা তুলে ধরে রাধিকা বলেন, ‘বলিউড তো দূরের কথা, কালচারাল অঙ্গনের সঙ্গেও আমার পরিবারের কোনো যোগাযোগ ছিল না; কিন্তু আমি অভিনয় করার স্বপ্ন দেখতাম। থিয়েটারের সঙ্গে যুক্ত হই। আনন্দ ওবেরয়ের বম্বে ব্ল্যাক বলে একটি থিয়েটার দলে ‘কন্যাদান’ নাটকে অভিনয় করতে বাড়ি ছেড়ে মুম্বাই আসি। দুজন মেয়ে এক রুম ভাড়া করে থাকতাম। ওই সময়টা ছিল ভীষণ হতাশাজনক। আমার মুম্বাইতে কোনো বন্ধু ছিল না, কীভাবে কাজ পাব তা-ও জানতাম না। মুম্বাইয়ের মতো ব্যয়বহুল শহরে আমি একটা সময় টিকতে পারছিলাম না।’