২০২৪ সালে গানের ৪০ বছর উদযাপন করেছে ওয়ারফেজ। সে উপলক্ষে দেশে-বিদেশে বছরব্যাপী কনসার্ট সফরের ঘোষণা দেয় তারা। এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সফর শেষে এবার তারা যাচ্ছে কানাডায়। এবারের ট্যুরের শিরোনাম- ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’। জানা গেছে, ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’ এ সফরের শুরুটা হবে ৬ সেপ্টেম্বর, অন্টারিওর লন্ডন শহরে। এরপর একে একে ওয়ারফেজ পৌঁছাবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) এবং ৩ অক্টোবর উইনিপেগ কনসার্টের মধ্য দিয়ে ওয়ারফেজের সফর শেষ হবে।