চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ, পরিচালক ও প্রযোজক ফজলুল হকের আজ ৯৫তম জন্মদিন। তিনি ১৯৩০ সালের ২৬ মে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে ফজলুল হক স্মৃতি পরিষদ (কলকাতা) কবর জিয়ারত, আলোচনা অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। ফজলুল হকের পিতা এফ মাহমুদ। মাতা এফ জাহান। তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন ময়মনসিংহে। উচ্চমাধ্যমিক শিক্ষা ইসলামিয়া কলেজ, কলকাতা থেকে। স্নাতক আজিজুল হক কলেজ বগুড়া থেকে। ১৯৫০ সালে বগুড়া থেকে প্রকাশ করেন প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’। ১৯৫২ সালে ঢাকা থেকে সিনেমা পত্রিকাটি প্রকাশ করেন। ১৯৫৫ সালে ইনল্যান্ড প্রেস নামক একটি প্রকাশনা সংস্থাা প্রতিষ্ঠা করেন। ১৯৫৯ সালের শেষদিকে সিনেমা পত্রিকার শেষ সংখ্যাটি প্রকাশিত হয়। ১৯৬০ সালের ওবায়েদ উল হকের ছোট উপন্যাস চিত্রনাট্য রচনা করেন। পরে আজান নামে সেটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন। ১৯৬৬ সালে তিনি প্রেসিডেন্ট নামে একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন, যেটি পুরস্কৃতও হয়েছিল। উল্লেখ্য, ফজলুল হকের স্মৃতি রক্ষার্থে প্রতি বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।