বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক পিলার নম্বর ৪১ ও ৪২-এর মধ্যবর্তী নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ১১ বিজিবি আওতাধীন নিকুছড়ি সীমান্তের ওপারে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মির (এএ) দখলে থাকা অং জান (Aung Zan) ক্যাম্প এলাকা বলে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সকালে সীমান্তের দিকে বাঁশ কোড়ল কুড়াতে গিয়ে মিয়ানমার অংশে ঢুকে পড়লে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন লাকি সিং। পরে স্থানীয়রা তাকে এপারে নিয়ে এসে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মাইনের স্প্রিন্টারের আঘাতে লাকি সিংয়ের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া এলাকায়।
সীমান্তের এপারে ১১ বিজিবি ব্যাটালিয়নের নিকুছড়ি পয়েন্ট এবং ওপারে মিয়ানমারের আরাকানের অং জান ক্যাম্প এলাকা বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
বিডি প্রতিদিন/এমআই