যৌন হয়রানির অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আনীত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুসারে রবিবার (৩ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল শ্রেণিকক্ষে অসদাচরণ ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে। দুই দিন পর, ১৯ এপ্রিল, এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ক্রিনশট প্রকাশ করে যৌন হয়রানির অভিযোগ আনেন।
এছাড়াও তার বিরুদ্ধে যৌন হয়রানির বিশেষ সেলের অধ্যাপক রশীদুল ইসলামের নামে একাধিক অভিযোগ জমা দেয়া হয়।
অধ্যাপক রশীদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বেরোবি উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল