পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন ফেরানো না গেলেও তাঁর বিচারপ্রক্রিয়া আটকে থাকবে না। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৫’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে আমরা ভারতের কাছে তাকে ফেরত চেয়েছি। কিন্তু ভারত থেকে কোনো সাড়া আসেনি। আমরা অপেক্ষা করছি। ইতোমধ্যে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক বিচার আটকে থাকবে না।’ অব্যাহত পুশইন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতে অবৈধ কোনো বাংলাদেশি নাগরিক থাকলে তাকে হেফাজতে নিতে পারে, আর সেটা আমাদের জানাবে। আমরা নিশ্চিত করব সে আমাদের নাগরিক কিন্তু পুশইন হচ্ছে এটার একটা ব্যত্যয়। আমরা এটা নিয়ে আপত্তি জানিয়েছি। আমরা তাদের বলেছি আমাদের যে তালিকা দেওয়া হয়েছে, সেটা যাচাই করে আমাদের নাগরিক হলে ফেরত আনব। আর এটা এ পদ্ধতিতে করা উচিত।’
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। একাত্তর ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং পাওনা আদায়ের প্রসঙ্গটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে থাকবে।’
বাংলাদেশি পাসপোর্টের মান কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী। এমন নিখুঁত কাগজপত্রের নকল আর কোথাও হয় না।’