ভারতের শ্রীনগর বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সেনা কর্মকর্তার হামলায় স্পাইসজেট এয়ারলাইনসের চার কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মেরুদণ্ড ভেঙে গেছে বলে জানিয়েছে বিমান সংস্থা।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৬ জুলাই শ্রীনগর থেকে দিল্লিগামী স্পাইসজেটের এসজি-৩৮৬ ফ্লাইটে ওঠার সময় সেনা কর্মকর্তা অতিরিক্ত ১৬ কেজি হ্যান্ড ব্যাগেজ বহন করছিলেন, যেখানে সর্বোচ্চ অনুমোদন ৭ কেজি। বিমান সংস্থার কর্মীরা অতিরিক্ত অর্থ প্রদানের অনুরোধ করলে তিনি তা অস্বীকার করেন এবং জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় এক কর্মী তাকে আটকালে বাকবিতণ্ডা শুরু হয় এবং সেনা কর্মকর্তা মারধর শুরু করেন। তাকে থামাতে এগিয়ে এলে আরও তিনজন কর্মী হামলার শিকার হন। ক্রমাগত লাথি ও ঘুষিতে একজন কর্মীর মেরুদণ্ড ভেঙে যায়।
ঘটনার পর স্পাইসজেট কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত করেছে। এ ছাড়া বিষয়টি বেসামরিক বিমান মন্ত্রণালয়েও জানানো হয়েছে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমান সংস্থাটি জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
সোর্স: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/আশিক