চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়ির উঠানে ঝুলে পড়া বিদ্যুতের তার থেকে পানির মাধ্যমে প্রবাহিত বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাফি (১২) নামের এক শিক্ষার্থী মারা গেছে।
রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার সাহেব বানু বাড়ির মনু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।
নিহতের মামা মোহাম্মদ আবছার জানান, রবিবার রাতে ঝড়ো বৃষ্টি ও বাতাসে বাড়ির উঠানে বিদ্যুতের খুঁটির তার ছিড়ে পড়ে। এসময় খুঁটিতে আগুন ধরে যায়। বাড়ির উঠানে জমে থাকা পানিতে বিদ্যুৎপ্রবাহ ছড়িয়ে পড়ে। রাফি ঘর থেকে বের হয়ে উঠানে নামলে বিদ্যুতায়িত হয়। এসময় বাড়ির বাসিন্দারা ভয়ে পানিতে নেমে রাফিকে উদ্ধার করতে পারেনি। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে রাফিকে উদ্ধার করা হয়। ততক্ষণে সে মারা যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম জানান, ঘটনার সময় পল্লী বিদ্যুতের অফিসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি। দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা গেলে রাফি বেঁচে যেতো।
এ ব্যাপারে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোরশেদুল আলম বলেন, ‘আনোয়ারা উপজেলায় পল্লী বিদ্যুতের কোনো আলাদা ইমার্জেন্সি হটলাইন নেই, তবে কেন্দ্রীয় অফিসে আছে। বিভিন্ন প্রয়োজনে উপজেলার বিভিন্ন জায়গায় অবস্থিত অভিযোগ কেন্দ্রগুলোতে যোগাযোগ করা হলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’
বিডি প্রতিদিন/নাজমুল