ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনি ও নীতিগত সিদ্ধান্তের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চির অম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের উৎখাত প্রচেষ্টার সফলতা এসেছিল এই দিনে। রক্তে রাঙা এই দিন আমাদের স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত স্থায়ী বিলোপের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে। আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় নীতিগত ও আইনি সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিলোপ করতে পারি তাহলেই জুলাইয়ের রক্ত ও উৎসর্গিত জীবন সার্থকতা পাবে। তিনি আরও বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে জুলাইয়ের ঐক্য ও সংহতির নজির স্থাপন করতে হবে। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসেনি বরং স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য জনতা রক্ত দিয়েছিল। পীর চরমোনাই জুলাই আন্দোলনে আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
যারা যে অবস্থান থেকে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।