ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে নতুন এক রেকর্ড গড়েছেন ব্যাটাররা। যেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার একটা সিরিজে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করলেন।
তালিকায় ভারতের পাঁচ জন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্থ এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। ইংলিশ ব্যাটারদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।
১৮৭৭ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ১৮৮৪ সালে প্রথম বার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসাবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০ এর বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০ এর উপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০ এর উপর রান করেছিলেন।
এই সিরিজে রানের তালিকায় সবার আগে শুভমান। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন। চারটি শতরান রয়েছে তার। দ্বিতীয় রাহুলের ৫৩২ রান রয়েছে। দুটো করে শতরান এবং অর্ধশতরান করেছেন। তিনে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। চারে থাকা রুট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮৩ রান করেছেন। পাঁচে ঋষভ পন্থ। তিনি ৪৭৯ করেছেন।
এরপরে রয়েছেন যথাক্রমে ডাকেট (৪৬২), ব্রুক (৪৫১, এই প্রতিবেদন লেখা পর্যন্ত), স্মিথ (৪৩২, এই প্রতিবেদন লেখা পর্যন্ত) এবং যশস্বী (৪১১)।
সূত্র : আনন্দবাজার
বিডি-প্রতিদিন/বাজিত