নগরীতে সড়কে ডিভাইডার দেয়ায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে থ্রি-হুইলার চালকরা। এছাড়া গতিরোধকের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা ও বেলা ১২টায় পৃথকভাবে সড়ক অবরোধ করায় বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের আশ্বাসে দুপুর দেড়টার পরে অবরোধ তুলে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
থ্রি হুইলার চালকরা জানায়, নগরীর নথুল্লাবাদ এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ডিভাইডার দিয়েছে। এতে অনেক পথ ঘুরতে হয়। তাই যাত্রী সংকট দেখা দিয়েছে। এছাড়াও ট্রাফিক পুলিশ ইচ্ছেমতো দায়িত্ব পালন করে তাদের হয়রানি করছে। তাই তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে তারা দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন। অপরদিকে বেলা ১২ টার দিকে নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা জানায়, ব্যস্ততম মহাসড়কের পাশেই সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অবস্থান। ফলে বেশিরভাগ শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের এই মহাসড়কটি পাড় হয়ে মাদ্রাসায় আসতে হয়। মহাসড়ক পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। যার কারণে আমরা দীর্ঘদিন ধরে মাদ্রাসার সামনের গতিরোধক স্থাপনের দাবি করছি। কিন্তু কেউ সেই দাবি পূরণে এগিয়ে আসছে না। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করা হয়। দুপুর দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/হিমেল