আগস্ট মাসের রাতের আকাশে থাকছে একের পর এক মহাজাগতিক দৃশ্য। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে উল্কাবৃষ্টি (Perseids)। এটা আগামী ১২ ও ১৩ আগস্ট রাতের আকাশে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। প্রতি ঘণ্টায় প্রায় ১৫০টি পর্যন্ত উল্কা পড়তে পারে, অর্থাৎ প্রতি মিনিটে ২-৩টি। তবে ৯ আগস্টের পূর্ণিমার কারণে কিছু হালকা উল্কা দেখা নাও যেতে পারে।
এই উল্কাবৃষ্টি দেখা যাবে ভারত থেকেও। ভালোভাবে দেখার জন্য শহরের আলোর বাইরে, অন্ধকার ও খোলা জায়গায় অবস্থান করাই উত্তম। বিশেষজ্ঞরা মধ্যরাত থেকে ১৩ আগস্ট সকাল অবধি আকাশে চোখ রাখার পরামর্শ দিয়েছেন। ভারতের লাদাখ, স্পীতি, কচ্ছ বা কর্ণাটক ও উত্তরাখণ্ডের দুর্গম এলাকায় এটি বেশি ভালো দেখা যেতে পারে।
যারা মূল রাতের উল্কাবৃষ্টি মিস করবেন তারা ১৬ থেকে ২০ আগস্টের মধ্যেও কিছুটা দেখতে পাবেন, কারণ তখন চাঁদের আলো কমে যাবে।
এছাড়াও আগস্টের আকাশে আরও কিছু আকর্ষণীয় ঘটনা দেখা যাবে। ২৬ আগস্ট সন্ধ্যা ৮টার দিকে মঙ্গল গ্রহ চাঁদের খুব কাছাকাছি দেখা যাবে পশ্চিম আকাশে। এ দৃশ্য খালি চোখেই উপভোগ করা যাবে, টেলিস্কোপের প্রয়োজন হবে না।
১১ ও ১২ আগস্ট সূর্য ওঠার আগে পূর্ব আকাশে খুব কাছে দেখা যাবে শুক্র (Venus) ও বৃহস্পতি (Jupiter)। ১৯ আগস্ট এক পাতলা বাঁকা চাঁদ যুক্ত হয়ে এই দুই গ্রহের পাশে থাকবে।
১৯ আগস্টেই দেখা যাবে বুধ (Mercury) গ্রহ, যেটি ওই সময় পূর্ব আকাশে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।
এই মাসে ডাম্ববেল নেবুলা (Dumbbell Nebula) নামের এক বিশেষ নীহারিকা পুরো আগস্টজুড়ে দেখা যাবে। এটি এক মৃত নক্ষত্রের অবশেষ এবং রাতের প্রথম ভাগে এটি সহজেই চিহ্নিত করা সম্ভব।
মোট মিলিয়ে আগস্টের আকাশ থাকবে রোমাঞ্চকর মহাজাগতিক ঘটনার সাক্ষী। পর্যবেক্ষকদের কাছে এটি এক দারুণ সুযোগ—নির্জন জায়গায় থেকে খালি চোখে মহাশূন্যের অপার সৌন্দর্য দেখার।
বিডিপ্রতিদিন/কবিরুল