জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাসেম চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রেখে আধিপত্যবাদবিরোধী উন্নয়নের ধারা শুরু করেন। আজ ছাত্রসমাজকে মাথায় রাখতে হবে যে, দেশ-জাতিকে ঐক্যবদ্ধ না রাখলে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে পারে। ফ্যাসিবাদবিরোধী জুলুম-নিপীড়নের শিকার ও শহীদ সাংবাদিকদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করারও দাবি জানান তিনি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ) চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নিউ নেশন-এর সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব বাছির জামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের অতিরিক্ত বার্তা সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম ও নির্বাহী সদস্য রাজু আহমেদ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মো. সাজেদুল ইসলাম, যুগ্ম-মহাসচিব ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মানিক, ইশরাক ইয়াসীন প্রমুখ।