অনেক সময় নির্মাতারা মনে করেন জনপ্রিয় নায়িকার নামে সিনেমাতে গান থাকলে দর্শক সিনেমাটি আরও বেশি গ্রহণ করবেন। এ কারণেই ঢাকাই সিনেমায় বেশ কিছু নায়িকার নামে গান তৈরি হয়েছে এবং দর্শক তা সাদরে গ্রহণ করেছে। নায়িকার নামে এমন বেশ কয়েকটি গানের কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ
তিন কন্যা এক ছবি/ চন্দা, চম্পা আর ববি [তিন কন্যা]
১৯৮৪ সালে ‘তিন কন্যা’ ছবির গানে ব্যবহার করা হয়েছিল ছবির তিন নায়িকা সুচন্দা, ববিতা ও চম্পার নাম। ‘তিন কন্যা এক ছবি/ চন্দা, চম্পা আর ববি’ নামের গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর আলম খানের। গানে কণ্ঠ দিয়েছিলেন কুমার শানু। ছবিতে গানটির সঙ্গে লিপসিং করেছেন প্রয়াত অভিনেতা শওকত আকবর। ছবিতে তিনি তিন কন্যার বাবার চরিত্রে অভিনয় করেন। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
তুমি ছাড়া সবই মরুভূমি ও মৌসুমী [মৌসুমী]
১৯৯৩ সালে নাজমুল হুদা মিঠু পরিচালিত ‘মৌসুমী’ সিনেমায় নায়িকা মৌসুমীর নামে সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে প্রয়াত আনোয়ার পারভেজের সংগীতায়োজনে ‘চারদিকে শুধু তুমি শুধু তুমি, তুমি ছাড়া যেন সবি মরুভূমি ও মৌসুমী’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এ গানে মৌসুমী, নাদিম হায়দার ও অমিত হাসান লিপসিং করেন।
ও পপি পপি পপি [চারিদিকে শত্রু]
১৯৯৭ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘চারিদিকে শত্রু’ সিনেমায় চিত্রনায়িকা পপির নামে রচিত গান ‘ও পপি পপি পপি ও পপি পপি আমি চিনি চিনি তোমাকে চিনি’, আলম খানের সুর ও সংগীতে এন্ড্রুু কিশোর ও শাকিলা জাফরের কণ্ঠ সে সময় নায়ক রুবেলের সঙ্গে পপি ঠোঁট মিলিয়েছিলেন এবং গানটি বেশ জনপ্রিয় হয়েছিল।
বুবলী বুবলী বুবলী [বসগিরি]
বুবলীর অভিষেক সিনেমা ‘বসগিরি’ ২০১৬ সালে মুক্তি পায়। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় ছিল তাঁর নামে একটি গান। শিরোনাম ‘বুবলী বুবলী বুবলী আমার সোনা বুবলী রে’। এটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন এবং গেয়েছেন এস আই টুটুল। এ ছাড়া ২০২০ সালে মুক্তি পাওয়া ‘বীর’ সিনেমায় বুবলীকে নিয়ে আছে আরও একটি গান। ‘আমি মিস বুবলী’ গানটি গেয়েছেন কোনাল। সুর ও সংগীত আকাশ সেনের। ইউটিউব চ্যানেল ‘ললিপপ’-এ প্রকাশিত গানটির ভিডিও ১ কোটি ৬০ লাখ ভিউয়ার ছাড়িয়ে গেছে।
তুমি আমার মাহিয়া মাহি [রোমিও ভার্সেস জুলিয়েট]
২০১৫ সালে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন মাহিয়া মাহি। এতে কলকাতার স্যাভির সংগীতায়োজনে কলকাতার নায়ক অঙ্কুশ হাজরার লিপসিংয়ে ‘তুই আমার মাহিয়া মাহি’ গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। গানটি মাহিকে দারুণ জনপ্রিয়তা এনে দেয়। ইউটিউবে এখন পর্যন্ত ২৫ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে গানটি।
আমি ডানাকাটা পরী [রক্ত]
২০১৬ সালে পরীমণি অভিনীত ‘রক্ত’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমায় পরীমণির নামে ‘আমি ডানাকাটা পরী’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আকাশ সেনের কম্পোজে কণিকা কাপুর ও আকাশের কণ্ঠে পরীমণির মনমাতানো পারফরম্যান্স যা পরীমণিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ইউটিউব ভিউয়ার ৩ কোটি ৬৪ লাখেরও বেশি! চলচ্চিত্রের বাইরেও একটি গান হয়েছে পরীমণিকে নিয়ে। ‘স্বপ্নের পরী’ শিরোনামের গানটি চ্যানেল আইয়ের ‘গানের রাজা’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রচার করা হয়। একদল খুদে কন্যাশিশুকে নিয়ে গানটির সঙ্গে নাচেন পরী। গানটির সুর-সংগীত করেন এস আই টুটুল। কণ্ঠ দেন নবীন গায়িকা তৃষা। ইউটিউবে এখন পর্যন্ত গানটির ভিউ হয়েছে ১২ কোটি।
তুমি হৃদয়ের আয়না [হৃদয়ের আয়না]
মুখলেসুর রহমান পরিচালিত ‘হৃদয়ের আয়না’ সিনেমার নামের সঙ্গে নায়িকার নামের মিল ছিল। ছবিটি মুক্তি পায় ১০ অক্টোবর ১৯৯৭ সালে। ছবির নায়িকার আসল নামও আয়না। তাঁর বিপরীতে ছিলেন রিয়াজ। এ চলচ্চিত্রের একটি গানের কথা ছিল এমন- ‘আয়না তুমি হৃদয়ের আয়না’। গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান। গানটি এখনো সমান জনপ্রিয় হয়ে আছে।
‘দুনিয়াটা তিতা তিতা আমি শুধু মিষ্টি’ [তুই আমার রানী]
‘দুনিয়াটা তিতা তিতা আমি শুধু মিষ্টি’। মিষ্টি জান্নাতের নাম নিয়ে করা ‘মিষ্টি’ গানের কথা। ব্যবহৃত হয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘তুই আমার রানী’তে। গানটির সঙ্গে মন খুলে নেচেছেন নায়িকা মিষ্টি। কণ্ঠ দিয়েছেন কণা। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সংগীত পরিচালনায় আকাশ সেন। বাংলাদেশের সজল আহমেদ এবং ভারতের পীযূষ সাহা পরিচালিত ছবির গানটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এখন পর্যন্ত ভিউ হয়েছে ৮ লাখ ৭০ হাজারের বেশি।
তিশা এসেছে আজ তোদের নাচাতে [অস্তিত্ব]
অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবির প্রমোশনের জন্য তৈরি একটি গানে ব্যবহার করা হয় তিশার নাম। ‘শুভ এসেছে আজ তোদের নাচাতে, তিশা এসেছে আজ তোদের নাচাতে’- গানটির কথা লেখেন মেহেদী হাসান লিমন। সুর-সংগীত প্রীতম হাসানের। গেয়েছেন প্রীতম হাসান ও লেমিস।