চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় একটি ইস্পাত নির্মাণকারী কারাখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে পৃথক অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. তাজুল ইসলাম (৩০), মো. ইমন (২৬), মো. সাদেক হোসেন (৩০), মো. হাসান (২২) ও মো. মাহবুব (২৬)।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট স্থানীয় সন্ত্রাসী হক সাবসহ অজ্ঞাতনামা ১৮-২০ জনের সশস্ত্র ডাকাত দল দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে ওই কারখানায় সংঘবদ্ধ হামলায় চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা কারখানার অফিসকক্ষ ভাঙচুর, লুটপাট এবং কারাখানার ডিউটি অফিসার মো. শাহ আলম, সিকিউরিটি গার্ড মোরশেদ, ডাম্প ট্রাক চালক সোহাগসহ অন্যান্য শ্রমিকদের মারধর করে।
পরে কারখানার নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে বিপুল পরিমাণ লোহা তৈরির স্ক্র্যাপ এবং নির্মাণাধীন নিরাপত্তা বেষ্টনীর টিন এবং নগদ টাকা নিয়ে যায় এবং বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখলে শ্রমিকদের হত্যার হুমকিসহ কয়েকজন নিরাপত্তাকর্মীর নাম ধরে খোঁজাখুঁজি করে কারাখানা এলাকা থেকে চলে যায়। এ ঘটনায় কারখানার ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কারখানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি মো. তাজুল ইসলাম প্রকাশ সাত্তারকে রবিবার রাতে চট্টগ্রাম নগরীর কাজির দেউরি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে অভিযুক্তদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই