ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে অবস্থিত হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ হজরত শাহপীর কল্লা শহীদ (রহ.) এর পবিত্র বার্ষিক ওরস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে দরগাহ শরীফ পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ওরস মোবারক অনুষ্ঠিত হবে। ওরসের অন্যতম আকর্ষণ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দরগাহ পরিচালনা কমিটির সহ-সভাপতি জি. এম. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু এবং সদস্য কাজী শরীফ খাদেম। তারা জানান, এবারের ওরস উপলক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসেবাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ওরস উপলক্ষে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৪০০ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রায় ২০০ স্বেচ্ছাসেবক খাদেম ভক্ত-আশেকানদের সেবা প্রদান করবেন। মাজার এলাকা এবং আশপাশের নিরাপত্তা নিশ্চিতে ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
জরুরি চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল টিম এবং অগ্নি নিরাপত্তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে দরগাহ কমিটি।
ওরস চলাকালীন প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মিলাদ, জিকির, ওয়াজ, দোয়া ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত এ সময় মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে ইবাদত-বন্দেগি ও আল্লাহর রহমত কামনায় দোয়া করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন এবং দরগাহ কমিটির সদস্য তাকদির খান খাদেম, ইলমান উদ্দিন, কামরুল হাসান খাদেম, শাকিল উদ্দিন খাদেম ও কাজী রূপম খাদেম প্রমুখ।
উল্লেখ্য, দেশের অন্যতম আধ্যাত্মিক স্থান হিসেবে খ্যাত খড়মপুর দরগাহ শরীফে প্রতিবছর লাখ লাখ ভক্ত-আশেকান ও সাধারণ মানুষের সমাগম ঘটে। শাহপীর কল্লা শহীদ (র.)-এর মাজার দেশজুড়ে ‘খড়মপুর কল্লা শাহের মাজার’ নামে পরিচিত।
বিডি প্রতিদিন/জামশেদ