ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর বিভিন্ন ক্লাবের নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দুই সপ্তাহব্যাপী জুলাই স্মরণ অনুষ্ঠানমালার। সোমবার শেষ দিনে ছিল সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ছিলো আইইউবি থিয়েটারের প্রযোজনায় নাটক ‘বিপ্লবী প্রতিচ্ছবি’। মিউজিক ক্লাব পরিবেশন করে আন্দোলনের সময়কার জনপ্রিয় কিছু গান। জুলাই আন্দোলনের সময় জনপ্রিয় হয়ে ওঠা হিপ-হপ র্যাপ গান পরিবেশন করে ১২৩০ ক্লাসিক, রেজমোড, কোল্ডক্রাফট এবং সেজান। এর আগে সকালে ‘ডিজিটাল ডিসেন্ট অ্যান্ড ইটস ইমাজিনারিজ’ শীর্ষক সেমিনারে গবেষণা নিবন্ধ উপস্থাপন করে আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
পাশাপাশি, ২-৪ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোকচিত্র, মিম ও সাহিত্য প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘বার্ন ইন জুলাই’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাব, যেখানে স্থান পায় জুলাই অভ্যুত্থানের সময় ক্লাবের সদস্যদের তোলা ছবি। অ্যানথ্রো-সোশিও ক্লাব আয়োজন করে মিম প্রদর্শনী ‘কন্ট্রোল+অল্টার+রেবেল: মিম ভয়েসেস অফ জুলাই’। জুলাইয়ের বিভিন্ন জনপ্রিয় মিম ও কার্টুন প্রদর্শিত হয় সেখানে।
লিটারেচার ক্লাব আয়োজন করে জুলাই বিষয়ক লেখনীর প্রদর্শনী ‘জুলাই মেমোরিয়াল এক্সিবিশন থ্রু লিটারারি পিসেস’। আর্ট ক্লাব আয়োজন করে ‘অন স্পট আর্ট কম্পিটিশন: রেমিনিসিং জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নেন আইইউবির শিক্ষার্থীবৃন্দ।
এর আগে ২৫ জুলাই আয়োজিত হয় জুলাই স্মৃতি ফিদে রেটিং টুর্নামেন্ট, যাতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী। ৩০ জুলাই অনুষ্ঠিত হয় জুলাই স্মৃতি আন্তঃবিভাগ ফুটসাল প্রতিযোগিতার ফাইনাল। ৩১ জুলাই আইইউবির এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স এবং ডিইএ-আইইউবি ক্লাব বসুন্ধরা আবাসিক এলাকায় এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব দিদার এ হোসেইন এবং উপাচার্য অধ্যাপক ম. তামিম।