জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। তার মধ্যে ‘জনতার বিজয়’ মিছিল করবে চট্টগ্রাম বিএনপি। এছাড়াও জামায়াতে ইসলামীও দিনটি ঘিরে গণমিছিলের আয়োজন করেছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসন শহীদদের কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে “জনতার বিজয়” মিছিল কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বুধবার বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হবে “জনতার বিজয়” শীর্ষক এ বিজয় মিছিল। মিছিলটি নিউ মার্কেট থেকে শুরু হয়ে কোতোয়ালী, আন্দরকিল্লা, জামালখান হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। এরআগে এ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে দলটি। তিনি বলেন, এই মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতি জনতার অটুট প্রত্যয়ের প্রতীক। ‘জনতার বিজয়’ কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রতি ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের ছাত্র ও যুব সমাজ অতীতেও সাহসিকতার পরিচয় দিয়েছে, এখনো সেই পথেই আছে। ‘জনতার বিজয়’ মিছিলে অংশ নিয়ে আমরা সেই সাহস, প্রত্যয় ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে নতুনভাবে সামনে আনতে চাই। প্রতিটি ওয়ার্ড, থানা এবং ইউনিট থেকে নেতাকর্মীরা এই কর্মসূচিকে সফল করতে প্রস্তুত আছেন।
এদিকে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে গণমিছিলের আয়োজন করেছে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে নগরীর বিশেষ দায়িত্বশীল বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, ৩৬ জুলাই এক গণঅভ্যুত্থানের পরে খুনী হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। এই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন নগরীর বাকলিয়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের কবর জেয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে।
একই দিন চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক-জনতার সমাবেশের আয়োজন করেছে। প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিডি প্রতিদিন/হিমেল