টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। ধারাবাহিক থেকে সিরিজ সব মাধ্যমেই তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবার অভিনয়ের পাশাপাশি নতুন জার্নি শুরু করলেন রুকমা। এবার অন্য আরও এক ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনয়ের পাশাপাশি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়ে আসছেন রুকমা। শাড়ির প্রতি তাঁর নিজের ভালোবাসা তো আছেই একই সঙ্গে তাঁর নতুন এ পথচলায় প্রেরণা জুগিয়েছে বাঙালি নারীর শাড়ির প্রতি আদি ও অকৃত্রিম ভালোবাসা। নতুন জার্নি নিয়ে সংবাদ মাধ্যমকে রুকমা বলেন, ‘শাড়ির নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতে চলেছি। সব কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আমি এটা নিয়ে খুব উচ্ছ্বসিত। শাড়ি সবাইকে পরলে ভালো লাগে। তাই আমি চাই যে আমার ব্র্যান্ডের শাড়ি যারা কিনবেন তাঁরা আমার নিজের পরিবারের মতোই হবেন। তাঁদের যেন আমি সেরা শাড়িটা দিতে পারি।’ একই সঙ্গে রুকমা আরও বলেন, ‘আমার কোনো ডিজাইনার নেই। আমি নিজেই সবটা করছি। আমি নিজেও শাড়ি পরতে খুব ভালোবাসি। তাই এ ভাবনা। এখনো অনলাইনেই সবটা শুরু করেছি। আমার ব্র্যান্ডের নাম- ‘ফেমে : বাই রুকমা রায়’, যার অর্থ হচ্ছে গ্রিক দেবী। অভিনয়ের মধ্যেও সময় বের করে এ নতুন পথচলা শুরু করছি।