বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম উদযাপন জানান দেওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি সবার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করারও দারুণ উপলক্ষ। আর এ সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা কীভাবে তাদের ভক্ত-শুভাকাক্সক্ষীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন। শাকিব খান চাঁদ রাতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি প্রবাসীদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। ঈদের দিন তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। ‘বরবাদ’ সিনেমার হল লিস্ট দিয়ে পোস্টে তিনি লিখেছেন- “ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতরে সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেলো এবারের ঈদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে পরিবার, পরিজন, বন্ধুবান্ধব এবং আপনজনদের নিয়ে নিকটস্থ সিনেমা হলে এসে উপভোগ করুন ‘বরবাদ’।” জয়া আহসান লিখেছেন- ‘ঈদ মোবারক’। পরীমণি অভিনয় করতে চলেছেন ‘গোলাপ’ নামের একটি সিনেমায়। সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। তবে ঈদের আগের দিনও পরী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে দেখা যায়- খুব সুন্দর করে ফুল দিয়ে তাঁর পুরো বাসা সাজানো। শবনম বুবলী ঈদে মুক্তিপ্রাপ্ত তাঁর সিনেমা ‘জংলি’ নিয়ে ব্যস্ত। তাই তাঁরও ঈদ শুভেচ্ছা সেই সিনেমাকে ঘিরেই। এ সিনেমার ‘বন্ধুগো শোনো’ গানটি শেয়ার দিয়ে তিনি লিখেছেন- ‘জংলি দেখুন আপনার পরিবারের সঙ্গে। ঈদ মুবারক’। তমা মির্জা পরিবারের সঙ্গে তোলা ঈদের দিনের একটি ছবি পোস্ট করে লিখেছেন- ‘সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক।’ কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ঈদে মুক্তিপ্রাপ্ত তাঁর একটি গানের লিংক শেয়ার করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টে গানের প্রথম কিছু লাইন যোগ করেছেন। সুনেরাহ বিনতে কামাল নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন- ‘ঈদ মোবারক’। আশনা হাবিব ভাবনা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের কিছু ছবি পোস্ট করে লিখেছেন- ‘ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে আশীর্বাদ করুন।’ মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল ছেলের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন- ‘ঈদ মোবারক’। তাসনিয়া ফারিণের এবারের ঈদ কাটছে সুদূর যুক্তরাজ্যে তাঁর স্বামীর সঙ্গে। সেখান থেকেই খুব মিষ্টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন- ‘ঈদ মোবারক’।