আনন্দমেলা
সঞ্চালনা করেছেন চিত্রনায়ক ইমন ও নায়িকা নাবিলা। নাচ, গান, কাওয়ালি, কৌতুক, নাটিকা ও কিংবদন্তি রুনা লায়লার পরিবেশনা এবং গান গেয়েছেন ইমরান ও কনা। ফোক গান সালমা, ঐশী ও গামছা পলাশের। নয় গানের কোলাজে নেচেছেন মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও শবনম বুবলী। ঈদের দিন রাত ১০টায় বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।
ইত্যাদি
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’- গান দিয়ে আয়োজন শুরু হবে। দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন। সঙ্গে রয়েছেন এ প্রজন্মের ১০ শিল্পী ইমরান মাহমুদুল, রাজিব, অয়ন চাকলাদার, রাশেদ, সাব্বির জামান, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, খেয়া ও লিজা। আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। সিয়াম আহমেদ ও হিমির কণ্ঠে শোনা যাবে একটি গান। অংশগ্রহণ করেছেন সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে।
কৃষকের ঈদ আনন্দ
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃষকদের নিয়ে অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ নির্মিত হয়েছে। অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে নগর কৃষকদের অংশগ্রহণে। মজার সব খেলাধুলা, দেশ-বিদেশের বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে। এবং কৃষকের ঈদ আনন্দ ‘বিহাইন্ড দ্য সিন’ প্রচার হবে ঈদের আগের দিন রাত ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইতে।
বিটিভির বিশেষ ব্যান্ড শো
বিটিভিতে আসছে দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড। শোনাবেন তাদের দর্শকপ্রিয় গানগুলো। ঈদের দিন সন্ধ্যা ৭টায় গান পরিবেশন করবে চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো। সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় এ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন। ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড মাইলস। চাঁদ তারা সূর্য, নীলা, প্রিয়তম মেঘ, ধিকিধিকি, ফিরিয়ে দাও, দরদিয়ার মতো জনপ্রিয় গানগুলো শোনা যাবে তাদের কণ্ঠে। এ পর্ব উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড সিম্ফনি, শুভযাত্রা, রক অ্যান্ড মেলোডি, নাটাই, পেন্টাগন, রেশাদ অ্যান্ড কিউ। আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘ব্যান্ড শো’ উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।