সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের বিশেষ একক নাটক ‘এক ধ্রুবতারা’। সৈয়দ শাকিলের পরিচালনায় এটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। গল্পে দেখা যাবে- অনিক একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। কারও সঙ্গে তার কোনো ঝামেলা নেই, ঝগড়া নেই। কিন্তু তারপরও দুনিয়ার সব সমস্যার কেন্দ্রবিন্দুতে থাকে সে। কারণ সে প্রচুর কনফিউজড একটা ছেলে। এক্সট্রিম লেভেলের কনফিউশনে থাকে সব সময়। ফলে বিভিন্ন সমস্যায় পড়ে। একদিন ভার্সিটি যাওয়ার পথে রিকশার কনফিউশনে পড়ে রাস্তায় একলা দাঁড়িয়ে থাকে অনিক। স্কুটি করে আসা তনিমা তাকে লিফট দেয়। দুজনের কথা হয় রাস্তায়। অনিকের ভালো লাগে তনিমাকে। কিন্তু সে জানে না, তনিমা হচ্ছে অনিকের ঠিক উল্টো স্বভাবের। এমন গল্পের নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায়।