চিত্রনায়ক নাঈম এ দেশের আগের আর এখনকার চলচ্চিত্র জগৎকে এক করে দেখতে চান না। তিনি বলেন, আমদের সময় অনেক প্রতিযোগিতা ছিল। অসংখ্য সিনেমা নির্মিত হতো। সিনেমার বাজার বড় ছিল। প্রেক্ষাগৃহ ছিল রেকর্ডসংখ্যক। অনেক বড় বড় তারকা, পরিচালক, স্ক্রিপ্ট রাইটাররা ছিলেন। আগেকার সময়ের সঙ্গে তুলনা করা ঠিক না। এখন সিনেমা মুক্তি দেবে কোথায়? হলই তো নেই। সিনেমা বড় ব্যাপার। যদি অনেক হল, পরিচালক ও প্রযোজক থাকতেন তাহলে ভিন্ন কথা ছিল। এজন্যই তুলনা করতে চাই না। দুটো দুই সময়ের গল্প। নাঈম আরও বলেন, নতুনরা আসছেন। এটা ক্রিয়েটিভ কাজ। নতুন পরিচালক আসছেন। চিত্রগ্রাহক আসছেন। ফটোগ্রাফিতে দারুণ উন্নতি হয়েছে। সাউন্ড ডেভেলপ করেছে। টেকনিশিয়ানের অনেক অভাব আছে। কাহিনিকারের অভাব আছে। নতুন সিনেমা বানাচ্ছে। সংখ্যায় কম। তারপরও আমি আশাবাদী। অভিনয়ের মান বেড়েছে। নতুনরা ভালো করছেন।