চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা দীর্ঘদিন পর আবার অভিনয়ে ফিরছেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় নেই তিনি। এবার ওস্তাদ জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত ‘ডিজিটাল প্রেম’ ছবিতে অভিনয় দিয়ে বড় পর্দায় ফিরবেন তিনি। বরেণ্য চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলীর ‘আমি নারী’ ছবির মাধ্যমে নব্বই দশকে প্রথমে চলচ্চিত্রে সম্পৃক্ত হন রাকা। ১৯৯৭ সালে ওস্তাদ জাহাঙ্গীর আলমের সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন। সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রে রাকার বিপরীতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯১ সালে মমতাজ উদ্দিন আহমেদের থিয়েটার (আরামবাগ)-এর মাধ্যমে গ্রুপ থিয়েটারভিত্তিক নাট্যচর্চায় যুক্ত হন। টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ে সফলতার পর এবার চলচ্চিত্র পরিচালনায়ও আসছেন রাকা।