শোবিজের জনপ্রিয় তারকা অভিনেতা আবদুন নূর সজল। নাটকে একসময় দাপটের সঙ্গে অভিনয় করলেও এখন বিশেষ দিবস ছাড়া খুব একটা দেখা যায় না। ব্যস্ত আছেন ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে। কয়েক বছর ধরে তাঁর ব্যস্ততা এমনই। ঈদে আসছে তাঁর অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমা নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
বিয়ে নিয়ে তো রহস্যে রেখেছেন। এরমধ্যে আবার ‘কন্যা’ নিয়ে হাজির, কেমন হলো বলেন তো?
হাহাহা...আরে ‘কন্যা’ তো আমার অভিনীত জ্বীন-৩ সিনেমার প্রথম গান! খুবই রোমান্টিক একটা সং। নুসরাত ফারিয়া আছে আমার সঙ্গে। ১৭ তারিখ প্রকাশ হয়েছে। উৎসবের আমেজে বানানো হয়েছে গানটি। এ ‘কন্যা’ গানটি আমার ভীষণ প্রিয়। এত সুন্দর কথা, সুর, গায়কী সবকিছু। অন্যরকম একটা আমেজ আছে এর মধ্যে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানের। শুনেছি, সবার খুবই পছন্দ হচ্ছে।
সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে ছিলেন না...
হ্যাঁ, প্রথম কিস্তিতে আমার অভিনয় নিয়ে পজিটিভ রেসপন্স পেয়েছিলাম। এবার ‘জ্বীন-৩’ এর চরিত্রটি নিয়ে আরও সচেতন হয়েছি। এক মাসের বেশি সময় ধরে প্রি-প্রোডাকশনে সময় দিয়েছি। নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছি। নিজেকে পুরো ফিট করেই শুটিং করেছি। দেখার পালা আমাকে সবাই কীভাবে নেয়।
ঈদে আসছে শাকিব, নিশো, সিয়াম, আদরদের সিনেমাও। সে হিসেবে কতটা প্রতিযোগিতা হবে বলে মনে হচ্ছে?
যুদ্ধ হবে আমার নিজের সঙ্গেই; নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারব, সেই চাপ টের পাচ্ছি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ, আমি আরও ভালো করতে চাই। আর এটাও বলতে চাই যে, আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ‘জ্বীন’ সিনেমা। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি সিনেমাটি থেকে। সিনেমাটি ভালো ব্যবসাও করেছিল। এবারও হবে আশা করছি।
দীর্ঘ ক্যারিয়ার, পরিকল্পনা করে সবকিছু করেন?
পরিকল্পনা করে কিছু হয় না আসলে। তাই সেরকম কোনো প্ল্যান নেই আমার। শুধু চাই ভালো ভালো কাজ করতে। আপাতত এটাই চাওয়া।
নাটকে কম দেখা যাচ্ছে...
এখন সিনেমা নিয়েই যত প্ল্যান। গত কয়েক বছরে সিনেমা থেকে যে ভালোবাসা পেয়েছি সেটাকে আরও ছাড়িয়ে যেতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যা মানুষের কাছে পৌঁছাবে এবং সবাই পছন্দ করবে। মানুষের কাছে আমাকে বাঁচিয়ে রাখবে এমন কাজ করতে চাই। এখন কিছু ওটিটির কাজও করছি।
রোমান্টিক অভিনেতা হিসেবে পরিচিতি, বাস্তবে কেমন?
পার্সোনাল লাইফে আমি একদমই রোমান্টিক না। আর একটা কথা- আগে কিন্তু আমি অনেকরকম চরিত্রে অভিনয় করেছি। কখনো অ্যাকশন হিরো, কখনো কখনোবা ভিলেন আবার অন্যরকম চরিত্রে। তাই রোমান্টিক চরিত্রের মধ্যে আটকে নেই।
অ্যাকশন ছবিতে কাজ...
ওয়ালিদ আহমেদের ‘জীবনের খেলা’। এটি নিয়ে পরে বলব। এখন শুধুই জ্বীন-৩।
মেয়ে নাকি ছেলেভক্ত বেশি?
হাহাহা.. ছেলে-মেয়ে উভয়ই। এসবই মহান আল্লাহতায়ালার কৃপা। আমি সবসময় আমার অডিয়েন্সের জায়গা থেকে চিন্তা করি। চেষ্টা করি ভালো কিছু কাজ করার, এইতো।