দর্শকনন্দিত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির কন্যা মার্জিয়া বুশরা রোদেলা নতুন গান ‘অকারণ’ নিয়ে আসছেন। এটি তার ষষ্ঠ মৌলিক গান। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী নিজেই। ঈদ উপলক্ষে ১৯ মার্চ গানটি প্রকাশ পাবে শিল্পীর ইউটিউব চ্যানেলে। রোদেলা বলেন, গানটির কথায় প্রথম প্রেমের অনুভূতি ফুটে উঠেছে। সুরে এবং গায়কিতেও ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতা-দর্শক।