‘পাপ’ সিনেমাটি প্রযোজনার আংশিক টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রযোজক আবদুল আজিজের নামে। তার বিরুদ্ধে মামলা করেছিলেন সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন। টাকা ফেরত দেবেন, সেই শর্তে জামিন পেয়েছেন আবদুল আজিজ। তবে শেষ পর্যন্ত টাকা দেননি, অভিযোগ অভিনেত্রীর। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। মুন জানান, মামলার পর ২ মার্চ ৩০ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আবদুল আজিজ। বাকি টাকাও ২৫ রোজার মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও দেননি, এমনকি ফোনও ধরেননি।’