শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে অভিনয়ে পথচলা শুরু হয়েছিল তার। এরপর নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। তার হাতে বেশ কিছু সফল সিনেমাও রয়েছে। শুধু বলিউডেই নয়, দক্ষিণী চলচ্চিত্রজগৎ, হলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। পারিশ্রমিকের দিক থেকেও অভিনেত্রীদের মধ্যে তিনিই শীর্ষে। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আশা করছি, আমরা এমন একটা সময়ে পৌঁছাব, যখন আর আমাদের এ নিয়ে কথাই বলতে হবে না।’ দীপিকা বলতে চেয়েছেন, এমন একটা সময়ের তিনি আশা করছেন যখন মহিলাদের পারিশ্রমিক আর আলোচ্য বিষয় হবে না। কারণ একটা সময়ে নায়ক ও নায়িকার পারিশ্রমিকে বিস্তর ফারাক থাকত। কিন্তু সেই ছক তিনি নিজেই ভেঙে ফেলেছেন। তাই আজ তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন। তবে কখনোই ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন বলে জানান দীপিকা।