‘বাজে স্বভাব’-খ্যাত গায়ক রেহান রাসুল। অল্প সময়েই নাটক-ওটিটি আর সিনেমা-অডিও-ভিডিও গান প্রকাশ করে নিজের জাত চিনিয়েছেন। শুধু গান নয়, লেখক হিসেবেও তিনি পরিচিত। এখন বাজতে চান ফুল ভলিউমে! তাঁর সঙ্গে কথা বলেছেন - পান্থ আফজাল
সবে তো সংসার শুরু, কেমন চলছে সব?
আলহামদুলিল্লাহ! সংসার জীবন তো সংসার জীবনের মতোই চলে। সেভাবেই চলছে। তবে এখন আমাদের হাতে নেই। দেশ যেমন চলছে, তেমনই চলছে সব।
কেমন চলছে দেশ?
দেশের অবস্থা কি ভালো? আমার তো মনে হয়, ভালো না। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, কখন কী হয়! আমি আদাবর এলাকায় থাকি। প্রতিদিন চিৎকার-চেঁচামেচি আর খারাপ সংবাদ। আমি ভয় পাচ্ছি। এমন বাংলাদেশ কি চেয়েছি? এমন ভয়ের-সংশয়ের দেশ। তা কিন্তু না। জীবনের নিরাপত্তা কোথায়?
লেখিকা-গায়কের যুগলবন্দির সংসার...
হ্যাঁ। দুজনেই তো সৃজনশীলতা নিয়ে থাকি। তাই দুজন দুজনকে বুঝি। সমন্বয় করেই চলি দুজনে। তাঁকে তাঁর মতো জায়গায় আর আমি আমার মতো- এই তো। যেমন দেখেন আমি গান নিয়েই থাকছি। রেওয়াজ করছি। আর ওর সময় কাটছে বেশির ভাগ বইমেলাতে। চারটা অনুবাদের বই আর দুটি বাচ্চাদের জন্য মৌলিক লেখা বই বেরিয়েছে ওর এবার। এভাবেই চলছে আমাদের।
‘এত প্রেম এত মায়া’র রেসপন্স কেমন?
অনেক ভালো। জাকারিয়া সৌখিন ভাইয়ের সঙ্গে এই কাজটি নিয়ে প্রচুর রেসপন্স পাচ্ছি। সবাই গানটির প্রশংসা করছেন। এটাই তো বড় পাওয়া। যদিও নিজের গাওয়া সব গানই আমার কাছে সেরা।
অডিও গান...
ভ্যালেনটাইনস উপলক্ষে পাঁচটি গান করেছিলাম। এর মধ্যে রিলিজ হয়েছে মাত্র দুটি। বাকিগুলো হয়তো ঈদে প্রকাশ পাবে। আর শুধু অডিও বের করেছি এবার। ইথার আখতারুজ্জামানের লেখা আর সুর-সংগীতায়োজনে শাহরিন শাহরিয়ার। খুবই সুন্দর একটা গান বলা যায়। আমি নতুনদের চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, গানটি কাভার করে দেখাও। গানটি আমার ভ্যারিফাইড স্পটিফাই অ্যাকাউন্ট ছাড়াও ২২টি প্ল্যাটফরমে রিলিজ হয়েছে। আর রাফাত রিংকু, জাহিদ প্রিতম, সৌখিন ভাইয়ের প্রজেক্টসহ আরও দুটি গান করেছি। আর ৯০ দশকের আবহে একটি সলো।
নতুন মুভিতে প্লে-ব্যাক করেছেন?
কাজ চলছে বেশ কিছুর। এর মধ্যে রায়হান রাফির ‘আমলনামা’র এন্ডিং সং আমার গাওয়া। এটি হয়তো রমজানে রিলিজ হবে। তবে প্লে-ব্যাকের খবর দেওয়ার মতো খবর আপাতত নেই আর। নাটক-ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততা থাকলে আমারও থাকে। গান নিয়েই আছি।
রেডিও উপস্থাপনায় নেই...
হুমম। ২০২২ সাল থেকে করি না। তবে যদি কেউ কোনো শোর জন্য হোস্টিং করতে রিকুয়েস্ট করে, তখন করি।
উৎসবের গান নেই...
আমার খুবই ইচ্ছে করার। ছোটবেলা থেকেই শুনছি একই গান ম্যাক ভাইয়ের ‘মেলায় যাই রে’। আর কোনো গান তেমন করে নেই। গান নেই- এটি আমাদের ব্যর্থতা, ইন্ডাস্ট্রিরও ব্যর্থতা।
দেশের কাছে প্রত্যাশা?
সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না। বলতে পারেন ইমোশনাল সিন্ডিকেট, পলিটিক্যাল বা বিশেষ জার্নালিস্ট সিন্ডিকেট। এত দিন দেখে আসছি, খাতির না থাকলে কোনো নিউজ হয় না। আগে ভাবতাম ভালো গান গাইলে এমনিতেই হবে। কিন্তু সেটা ভুল। নিউজ হতে হলে সম্পর্ক রাখাটা কি খুবই দরকার?