আমির খান। ২০২২ সালের শেষলগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। প্রায় এক বছর বিরতি নিয়ে ফের অভিনয়ে ফিরেছেন। আমির খানের পারিশ্রমিক নিয়ে নানা সময়ে নানা খবর পাওয়া গেছে। এবার এ অভিনেতা জানালেন, দুই দশক ধরে অভিনেতা হিসেবে কোনো পারিশ্রমিক নেন না। আমির খান বলেন, ‘২০-২১ বছর ধরে অভিনেতা হিসেবে সিনেমা থেকে পারিশ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছি। মুক্তির পর সিনেমা যদি দর্শক পছন্দ করেন তাহলে আমি অর্থ উপার্জন করি। আর যদি দর্শক পছন্দ না করেন তবে আমারও কোনো আয় হয় না।’ পারিশ্রমিক না নিয়েও সিনেমায় কেন অভিনয় করেন আমির খান? তাহলে কি বিনা পারিশ্রমিকে কাজ করেন? এ প্রশ্নের জবাবে আমির খান বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে অর্থ উপার্জনের জন্য সবচেয়ে পুরোনো পদ্ধতি ব্যবহার করে থাকি। এ জন্য আমার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার স্বাধীনতা রয়েছে।’