কনসার্টে নারীদের চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ। সেই বিতর্ক কিছুটা নিষ্ক্রিয় হতেই এবার আইনি বিপাকে জড়ালেন গায়ক। এবার তার বিরুদ্ধে খোরপোশ সংক্রান্ত অভিযোগ এনেছেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা। রঞ্জনা ঝার অভিযোগ, তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর সেই অভিযোগের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি বিহারের পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে উদিত এ অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যদি এ মামলায় আগেও বিপাকে পড়েছিলেন গায়ক। বিহারের নারী কমিশনেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দুই পক্ষ মীমাংসার পথে হেঁটেছিলেন। এদিকে রঞ্জনা ঝা তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তার বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান।