নিজ বাড়িতে অভিনেতা আজিজুর রহমান আজাদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রওনক। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন আজাদ শুয়ে আছেন। তার দুই পায়ে গুলিবিদ্ধ স্থানে চিকিৎসার পর ব্যান্ডেজ করা হয়েছে। ক্যাপশনে রওনক লেখেন, অভিনেতা আজাদকে হাসপাতালে দেখে এলাম। ওর মুখে ঘটনার বর্ণনা শুনে শিউরে উঠেছি! এ যেন মুভি কিংবা ওয়েব সিরিজের দৃশ্য। দুজনের হাতে পিস্তল ছিল। ওর দিকে তাক করতেই আজাদ অসীম সাহসে হামলাকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তি করতে থাকে। আজাদকে সাহায্যের জন্য তার স্ত্রীও এগিয়ে আসেন। দুই হামলাকারী দুই পিস্তল দিয়ে ১১ রাউন্ড গুলি করে। একটি গুলি আদরের কপাল ছুঁয়ে বেরিয়ে যায়! দুই পায়ে তিনটি গুলি লাগে আজাদের। ওর স্ত্রীও মাথায় গুরুতর আঘাত পান।