শোবিজ অঙ্গনের মডেল-অভিনেত্রী মানেই গ্ল্যামারাস লুক আর লাস্যময়ী উপস্থাপনা। ঘরোয়া কিংবা সাধারণ কোনো লুকে খুব একটা দেখা মেলে না তারকাদের। তবে নুসরাত ফারিয়া বেশ সাধারণ বেশেই নিজেকে হাজির করলেন ভক্তদের সামনে। আর সেই সাধারণ লুকের প্রশংসায় মগ্ন ভক্ত-অনুরাগীরাও। সম্প্রতি নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে মেকআপহীন ঘরোয়া লুকেই দেখা মিলেছে এ অভিনেত্রীর। কালো সালোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লিখেছেন- তাঁর চোখে তুমি সবসময় সুন্দর। ছবিগুলো দেখে ভক্তরাও অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ মন্তব্য করছেন- ‘সুহাসিনী’। কেউ লিখেছেন- ‘অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর’। কারও মতে- ‘খুব স্নিগ্ধ, খুব সাধারণ, খুব ন্যাচারাল’। কোনো এক অনুরাগীর মন্তব্য- ‘যে আপনাকে পছন্দ করে তার কাছে আপনি সকল অবস্থাতেই সুন্দর’। মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনায়ও বেশ মনোযোগী নুসরাত ফারিয়া।