যশোর-১ শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উলাশী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম নেদা।
উঠোন বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপির সূতিকাগার এই উলাশী বাজারে শহীদ জিয়া দু’বার পা রেখেছেন। নিজ হাতে খাল কেটে সারা দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। আওয়ামী সন্ত্রাসীরা শহীদ জিয়ার স্মৃতিফলক ভেঙে ফেলেছে, তার স্মৃতি-বিজড়িত কোদাল-ঝুড়ি খালে ফেলে দিয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে, উলাশীর খাল থাকবে, ততদিন শার্শাবাসীর মাঝে শহীদ জিয়া বেঁচে থাকবেন। শহীদ জিয়াকে বুকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের সহযোগিতা থাকলে যশোরের শার্শা আসন হবে গণতন্ত্রের দুর্গ। বিএনপি ক্ষমতায় গেলে উলাশী এলাকার সকল রাস্তা পাকা এবং বন্যার পানি থেকে ফসল বাঁচাতে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। শার্শার শিক্ষিত সকল নারীকে চাকরি এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে স্বাবলম্বী করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরউল্লাহ, মৎস্য বিষয়ক সম্পাদক মসিউর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, রিপন হোসেন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল