এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ ‘এ’ দল।
শুক্রবার একের পর এক ভুলের কারণে ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলে ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের সহজ লক্ষ্য মাত্র ১ রান, যা ওয়াইডের কল্যাণে বাংলাদেশ ফাইনালে উঠে যায়।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম শুরুটা ভালো করলেও ৪.২ ওভারে ৪৩ রান তুলে জিসান ১৪ বলে ২৬ রান করে আউট হন। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও সোহান একপ্রান্ত ধরে রেখে খেলেন, ৪৬ বলে ৬৫ রান করে আউট হন।
মাঝের সারিতে জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনি ব্যর্থ হলেও শেষদিকে ঝড়ো ব্যাটিং করে মেহেরব ও ইয়াসির রাব্বি দলকে দুশরার কাছাকাছি পৌঁছে দেন। ২০ ওভারে ছয় উইকেটে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।
২০১৯ সালের পর আবারও ফাইনালে বাংলাদেশ। এবার তাদের লক্ষ্য ট্রফি জয়ে।
বিডি-প্রতিদিন/আশফাক