চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আমাদের দায়িত্ব হবে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা। ফটিকছড়িতে শিল্প জোন করা হবে। সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দূর হবে। ফটিকছড়ির মানুষের সাথে আছি, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকব।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ফটিকছড়ির বিবিরহাটে বিএনপির উদ্যোগে গণমিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মিছিলটি ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশনে এসে শেষ হয়।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় গণমিছিলে অংশ নেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, শহিদুল আজম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, মহিবুল্লাহ বাহার, এস. এম. শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, খালেদ বাবুল, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নাছির উদ্দীন বিপ্লব, আবু মেম্বার, আবুল খায়ের, মো. এনাম, এয়াকুব শহিদ, নাছির কোম্পানি, নাজিম উদ্দীন বাচ্চু, জাহেদ মেম্বার, মো. শাহরিয়া, এস. এম. মুনসুর, জালাল উদ্দীন চৌধুরী, ফয়েজ তারেক, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, আজম খান, হাসানুল কবির, গাজী আমান, আমান উল্লাহ, আহমদ রশিদ, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি, এম. মাহফুজ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল