বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর মাঠে বামনশুর চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্র, স্থিতিশীলতা, সংস্কার এবং জনগণের সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনলেই দেশ প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে যাবে।
বিএনপি নেতা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। মানুষ ভোট দিতে পারিনি বলেই দেশে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। তাই সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও জানান তিনি।
বেগম বেগম খালেদা জিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, আপসহীন নেত্রী দেশ থেকে পালিয়ে যাননি, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে গেছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমানউল্লাহ আমান।
এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল