আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমাবেশের মাধ্যমে গণসংযোগ করেছেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলী নাভানা ভূইয়া সিটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, ১৯৮৯ সাল থেকে তিনি বিএনপির সঙ্গে কাজ করছেন। পরবর্তী সময়ে যদি তাকে ছাড়া অন্য কাউকে দল মনোনীত করে তাহলে ওই ব্যক্তির মঞ্চে উঠেও তিনি ধানের শীষে ভোট চাইবেন। তিনি বলেন, 'আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা ধানের শীষে ভোট দেবেন।' এসময় তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরেন।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর সভাপতিত্ব করেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, তাঁতী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই