সব ভেদাভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। এমন মন্তব্য করেছেন, গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে উপজেলা ও ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান বলেন, ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দৃঢ়ভাবে আশাবাদী আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। ধানের শীষ নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবে। আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপালতা মন্ডলের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির মহিলা সম্পাদক ফারজানা মাহবুব, পৌর মহিলা দলের সভাপতি নিশাত জাহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্য নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভার আগে সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিডি-প্রতিদিন/এমই