সময়টা ভালো যাচ্ছে না শ্রদ্ধা কাপুরের। তার ভাই সিদ্ধান্ত কাপুরের বিরুদ্ধে মুম্বাইয়ে ২৫২ কোটি টাকার মামলা হয়েছে। এ বার বিপাকে পড়লেন তিনি। শনিবার (২২ নভেম্বর) শুটিং সেটে আহত হয়েছেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের বরেণ্য তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের জীবনভিত্তিক সিনেমা ‘এথা’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন শ্রদ্ধা কাপুর। চরিত্রের প্রস্তুতিতে মাসখানেক কঠোর অনুশীলনও করেছিলেন তিনি।
গত সপ্তাহে পরিচালক লক্ষ্মণ উতরেকর ‘এথা’র শুটিং শুরু করেন। কয়েক দিন সবকিছু স্বাভাবিকভাবে চললেও এক নাচের দৃশ্যেই বিপত্তি ঘটে। বীথাবাঈয়ের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’র স্টেপ অনুশীলন করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান শ্রদ্ধা। এতে তার বাঁ পায়ের আঙুল ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয় শুটিং।
শুটিংয়ে লাবণী নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন শ্রদ্ধা। লাবণী এমনিতেই দ্রুত লয়ের নাচ। সেই সঙ্গে ভারী শাড়ি, প্রচুর পরিমাণে গয়না ছিল গায়ে। সঙ্গে ছিলে ভারী কোমরবন্ধনী। সব মিলিয়ে ওজন প্রায় ১৫ কেজি। নাচতে নাচতে কোমরবন্ধনী খুলে পড়ে যায় এবং তাতেই শ্রদ্ধার পায়ে চোট লাগে।
এই ঘটনার পর তড়িঘড়ি মুম্বােই ফিরে আসেন অভিনেত্রী। যদিও প্রযোজকের টাকা ‘নষ্ট’ করতে নারাজ তিনি। তাই মুম্বাই ফিরেই যত ‘ক্লোজ শট’ রয়েছে সেটার শুটিং চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/কামাল