সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনী মহল্লার বিএনপি দলীয় চারজন কর্মীর পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে চেম্বারের ভোট চাইতে বের হয়ে হঠাৎ জানতে পারেন শহরের রেলওয়ে কলোনী মহল্লার চারজন দলীয় নেতাকর্মী দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। তাৎক্ষণিক তিনি তাদের বাড়ীতে গিয়ে তাদের অসুস্থতার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন। বিএনপি নেতাকে সামনে পেয়ে অসুস্থ কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। অসুস্থ কর্মীদের মধ্যে জাকির হোসেন প্রদীপ ও মনিরুজ্জামান মনি পা ভেঙ্গে দীর্ঘদিন যাবত শয্যশায়ী আছেন।
এছাড়াও মুন্নার পায়ের ঘা জনিত কারনে তা পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আরেক কর্মী আব্দুল সেখ নানা রোগ ও বয়স্কজনিত কারণে হাঁটা-চলাফেরা করতে পারছে না। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ