রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
বৃহস্পতিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় ফ্রি মেডিকেল ও স্বাস্থ্য সেবা দেবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেবেন তিনি।
দুপুর ১২টায় খামারবাড়ী কৃষিবিদ ইনিস্টিউটে চিকিৎসা সহায়তা দেবে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিকেল সাড়ে ৩টায় নিউমার্কেট ও কলাবাগান থানার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চের শীর্ষ সংগঠন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সকাল সোয়া ১০টায় গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করবেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কিরাত সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
মিরপুর-১৩ এর পুলিশ কনভেনশন হলে বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর আয়োজনে যুব মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বিডি প্রতিদিন/কেএ