দেশে শিক্ষিত তরুণ জনশক্তির একটা বড় অংশ উচ্চশিক্ষার সনদ নিয়েও বেকারত্বের গ্লানি বয়ে চলেছে। স্নাতক ডিগ্রিধারীদের অন্তত ৩৩ শতাংশ কর্মহীন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৃহস্পতিবার প্রকাশ করা সর্বশেষ জরিপে এ চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এ তথ্য শুধু বেকারত্ব নয়, বরং কর্মসংস্থানের কাঠামো, বৈষম্য ও ভবিষ্যৎ সংকটের সংকেত। জরিপে দেখা যায়, দেশে কাজে নিযুক্ত জনশক্তি প্রায় ৭ কোটি। এর মধ্যে স্বাক্ষর সাড়ে ৫ কোটির বেশি হলেও নিরক্ষর ১ কোটি ৩০ লাখ। এই নিরক্ষর কর্মশক্তি উৎপাদন ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারছে না। শিল্প ও সেবা খাতে কাজ পেলেও দক্ষতা খামতির কারণে প্রত্যাশিত আয়ে সমর্থ হচ্ছে না। এদিকে বেকারত্বের সরকারি হার জাতীয় পর্যায়ে প্রায় ৪ শতাংশ হলেও, সংখ্যার হিসাবে তা ২৬ লাখ ২৪ হাজার। দেশে বেকারদের মধ্যে ১৩ শতাংশ স্নাতক, ৭.১৩ শতাংশ উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ প্রতি পাঁচজন বেকারের একজন এরাই। শুধু তাই নয়, ১৫ থেকে ২৯ বছর বয়সি যুব বেকারদের মধ্যে প্রায় ৩০ শতাংশ স্নাতক। শিক্ষা আর কর্মসংস্থানের এই বৈষম্য দেশের জনসম্পদ-নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। কর্মক্ষম নারীদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার প্রায় ৪০ শতাংশ। যেখানে পুরুষের ক্ষেত্রে তা প্রায় ৮০ শতাংশ। শহরাঞ্চলের নারীরা তুলনামূলক বেশি পিছিয়ে। পল্লিতে নারীদের শ্রম-নিয়োজন ৬২ শতাংশ হলেও শহরে তা পঞ্চাশের বেশি নয়। আবার দেশে কর্মে নিয়োজিতদের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছে। পল্লি এলাকায় এ হার প্রায় ৮৮ এবং শহরে ৭৪ শতাংশ। সার্বিক চিত্র হতাশা ও উদ্বেগজনক। চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। আগস্টে অনেক ছোটবড় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ, আন্দোলন, ভাঙচুরে উৎপাদন ব্যাহত হয়। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে কর্মসংস্থান সংকুচিত হয়ে বেকারত্ব বেড়েছে। বিশ্ব অর্থনীতির মন্দা, যুদ্ধ, প্রযুক্তির বিকাশেও অনেকে কাজ হারিয়েছে। এতে সমাজে শুধু হতাশা ও অর্থনৈতিক সংকটই ঘনীভূত হচ্ছে না; সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়ছে অপরাধ বৃদ্ধির ক্রমবর্ধমান প্রবণতায়। জাতীয় অর্থনীতির প্রত্যাশিত পুষ্টি বিঘ্নিত হচ্ছে। এ দুরবস্থা থেকে উত্তরণে ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। তার জন্য চাই- রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, দেশি-বিদেশি বিনিয়োগ। বিশ্বের বিভিন্ন দেশে সাশ্রয়ী ব্যয়ে নিরাপদ ও নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ। এ কাজগুলো করতে হবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে। এক্ষেত্রে প্রয়োজন সরকারের কঠোর তত্ত্বাবধান, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা এবং কার্যকর কূটনৈতিক পদক্ষেপ।
শিরোনাম
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
- জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু
- পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩৭৯৭ মামলা, জরিমানা ২৬ কোটি
- ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার
- নুরাল পাগলের দরবারে হামলার এক সপ্তাহ পর ওসির বদলি
- কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০
- মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে
- জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ
- ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় চট্টগ্রাম নগর সাজবে পিংক কালারে
- টেকনাফে মানব পাচারকারী চক্রের ৫ সদস্য আটক
- যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নিবে না: হেলাল
বেকারত্ব
ঘোচাতে হবে কর্মসংস্থান সৃষ্টিতে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর

ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে পারমাণবিক উপাদান : আব্বাস আরাঘচি
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কার্কিকে প্রধানমন্ত্রী করতে রাজি নেপালের রাষ্ট্রপতি, পার্লামেন্ট ভাঙতে আপত্তি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম