ভারতের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর পর প্রথম জন্মদিন আজ। দুই মাস আগে সিঙ্গাপুরে শেষনিশ্বাস ত্যাগ করা এই সংগীত তারকার জন্মদিনে মঙ্গলবার সকাল থেকেই হাজারো ভক্ত জড়ো হন তাঁর গুয়াহাটির কাহিলিপাড়ার বাসভবনে। ভক্তদের কণ্ঠে ভেসে ওঠে জুবিনের জনপ্রিয় গানগুলো, চারপাশজুড়ে ছিল আবেগঘন পরিবেশ।
মধ্যরাত থেকেই বাসভবনের সামনে কেক কেটে, গান গেয়ে জন্মদিন উদ্যাপন শুরু করেন ভক্তরা। সকালে জুবিনের বাবা ও স্ত্রী গরিমা গার্গ আরেকটি কেক কাটেন এবং পারিবারিক প্রাঙ্গণে তাঁর প্রিয় বকুলগাছের পাশে নির্মিত জুবিন গার্গের ভাস্কর্য উন্মোচন করেন। ভাস্কর্য উন্মোচনের মুহূর্তে পরিবার ও ভক্তদের মধ্যে আবেগ ছড়িয়ে পড়ে। পরিবার জানিয়েছে, বকুলগাছের এই স্থানটি জুবিনের কাছে ছিল অত্যন্ত প্রিয় ও স্মৃতিময়।
জুবিনক্ষেত্র- যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেখানেও ভক্তরা প্রদীপ জ্বালিয়ে, ফুল দিয়ে ও গান গেয়ে শ্রদ্ধা জানান। শুধু কাহিলিপাড়াই নয়, সোনাপুর ও সরুসজাইয়েও ভক্তরা তাঁকে স্মরণে নানা আয়োজন করেন। সোনাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি।
১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন’স দ্বীপে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেদিনই তাঁর মৃত্যু হয়।
৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অসমিয়া, বাংলা, হিন্দি ছাড়াও বিষ্ণুপ্রিয়া মণিপুরি, গুজরাটি, নেপালি, ওড়িয়া, তামিল, তেলেগু ও উর্দুসহ ৪০টির বেশি ভাষা ও উপভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেন।
বিডি প্রতিদিন/মুসা